স্কয়ার ফার্মাতে নিয়ােগ
আকর্ষণীয় পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ‘এক্সিকিউটিভ, ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিষয়ে বিএসসি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। নতুন প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া যোগাযোগে দক্ষ এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।
বয়স
প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব-৩০ বছর।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওয়েবসাইট (bit.ly/2lxUA1u) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৪ মার্চ, ২০১৭ পর্যন্ত।