ব্রিটিশ কাউন্সিলে ২৫৫ জনের নিয়োগ
প্রশাসনিক বিদ্যালয়, আইইএলটিএস বা প্রফেশনাল পরীক্ষায় ‘ফ্রিল্যান্স আওয়ারলি পেইড ইনভিজিলেটর’ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ঢাকা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা জেলায় মোট ২৫৫ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আইইএলটিএস স্কোর ৬, অ্যাপটিস বিটু বা ও-লেভেল গ্রেড সি প্রাপ্ত হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি কর্মঘণ্টায় ৪০০ টাকা করে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে (bit.ly/2m9XniG) নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে ‘vs.support@bd.britishcouncil.org’ ঠিকানায় পাঠিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করা যাবে ১৩ মার্চ, ২০১৭ পর্যন্ত।