২৩৭ টি মামলায় জামিনের পর জেলগেট থেকে আবারো আটক-হাবিব-উন-নবী খান সোহেল
বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলকে আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জ জেল থেকে আবারো আটক করেছে ডিবি পুলিশ।
হাবিব-উন-নবী খান সোহেল এর আদালতের রায়ে জামিনে মুক্তি পাবার পথে আইনগত কোন বাধা না থাকলেও অভিসন্ধিমূলকভাবে কোন সুনির্দিষ্ট অভিযোগ না জানিয়ে আবার গ্রেফ্তার করে ডিবি অফিসে আটক রাখা হয়েছে।
এ তথ্য জানার পর জিরো আওয়ার হাবিব-উন-নবী খান সোহেল এর স্ত্রী বেগম সেফার সাথে কথা বললে তিনি বলেন, ২৩৭ টি মামলার জামিন হওয়ার পর আবারো কেন তাকে আটক করা হলো! এটি রাজনৈতিক চক্রান্তের কারণে নির্যাতন ও হয়রানীর শিকার হচ্ছে এমন একজন নিষ্কলুষ জননেতা। এ যদি হয় আমাদের স্বাধীনতার প্রাপ্তি তাহলে ভবিষ্যতে আমরা আর কত নীচে নামবো, আর কতখানি ভূলুন্ঠিত হবে আমাদের মৌলিক অধিকার তা বোধগম্যতার বাইরে। বারবারই শুধু মনে হয় আমরা সবাই এখন নিজ দেশে পরভূমে।
এদিকে বর্তমানে হাবিব-উন-নবী খান সোহেলকে ডিবিহেডকোয়াটারে আটক করে রাখা হয়েছে বলে খবর নিশ্চিত করেছে তার স্বজনরা।