অবৈধ অভিবাসীদের বের করে দিতে চান ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের নতুন সীমান্ত নীতি মেনে নেওয়া হবে না জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায়। বুধবার ট্রাম্প প্রশাসন দেশটিতে বৈধ কাগজপত্র নেই বা নথিভুক্ত নন এমন অবৈধ অভিবাসীদের ধরতে নতুন দিক-নির্দেশনা জারি করেছে। যাতে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া যাবে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, "কোনও একটি সরকারের নেওয়া একপক্ষীয় একটি সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। "
যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে। মেক্সিকান অভিবাসীদের স্রোত ঠেকাতে এর আগে সীমান্তে দেয়াল তোলার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ট্রাম্প প্রশাসন দেশটির একটি আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন, যেখানে বলা হয়েছে, অনিবন্ধিত যেকোনও অবৈধ অভিবাসী, যে দেশ থেকেই তারা আসুক না কেন, তাদের মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হবে। এ ঘোষণায়ও ক্ষুব্ধ হয়েছে মেক্সিকো।