পৃথিবীর খুব কাছে আসছে সবুজ রহস্যময় ধূমকেতু
রহস্যময় একটি সবুজ ধূমকেতু-৪৫পি সৌরমণ্ডলের ভেতর দিয়ে অতিক্রম করতে যাচ্ছে। এই সবুজ ধূমকেতুটির নাম 'ধূমকেতু-৪৫পি'। আজ শনিবার দুপুরের পর এই ধূমকেতুটি সৌরমণ্ডল অতিক্রম করার সময় পৃথিবীর খুব কাছাকাছি দিয়ে যাবে বলে জানা গেছে।
প্রতি পাঁচ বছর পরপর সৌরমণ্ডলের ভেতর দিয়ে অতিক্রম করে এই ধূমকেতু-৪৫পি। কিন্তু খুব কম সময়ই তা কোনো একটি গ্রহের কাছাকাছি আসে।
তবে গবেষকরা বলছেন, ১৯৫০ সালে আধুনিক ট্র্যাকিং শুরুর পর থেকে ৪৫-পি-ই হবে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দিয়ে অতিক্রম করা ধূমকেতু। জানা গেছে, ক্ষুদ্র আকৃতির হওয়া সত্ত্বেও ধূমকেতুটি যতই কাছে আসছে, ততই উজ্জ্বল দেখা যাচ্ছে।