img

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থান করা নভোচারীদের কাছে খাদ্য ও যন্ত্রসামগ্রী পাঠাতে স্পেসএক্স মনুষ্যবিহীন একটি মহাকাশযান উৎক্ষেপণ করছে। আজ শনিবার ঐতিহাসিক নাসা প্যাড থেকে এটি উৎক্ষেপণ করার কথা রয়েছে।

কেপ কানাভারালের লাঞ্চপ্যাড ৩৯এ থেকে ড্রাগন নামের কার্গোযানটির উৎক্ষেপণ করা হবে। সোমবার সকাল নাগাদ কার্গোযানটি মহাকাশ কেন্দ্রে পৌঁছাবে। এর আগে এটি দু’দিন কক্ষ পথে পরিভ্রমণ করবে।

১৯৬০ ও ১৯৭০ দশকে চাঁদে মার্কিন মহাকাশ সংস্থার মিশনের জন্য এটি নির্মাণ করা হয়েছিল। স্পেসএক্স নাসার সাথে আলোচনা করে ২০১৩ সালে লাঞ্চপ্যাডটি ইজারা নেয়।
 

এই বিভাগের আরও খবর