img

আগামী মার্চের ১১ তারিখ মুক্তি পাবে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনীত রোমান্টিক সিনেমা 'বদ্রিনাথ কি দুলহানিয়া'। তাই সিনেমার প্রচারেই ব্যস্ত সময় পার করছেন বরুণ।

এত ব্যস্ততার পরও বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন নির্বাচনের খোঁজ খবর রেখেছিলেন তিনি। শুধু তাই নয় এ নির্বাচনে বরুণ একজন ভোটারও।

কিন্তু ভোট দেওয়ার সুযোগই নাকি পাননি বলিউডের এ অভিনেতা। জানা যায়, ভোটার তালিকায় নাকি নামই ওঠেনি বরুণের। ভোট না দিতে পেরে নিজের ক্ষোভও তাই চেপে রাখতে পারলেন না বরুণ। 

তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত আমার নাম তালিকাতেই আসেনি'। ব্যাপারটা খুবই অবাক করেছে আমাকে। গত বছরও তো আমি বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছিলাম। এবার কী এমন হল যে আমার নাম ভোটার তালিকাতেই আসেনি।

তবে হাল ছাড়ছেন না বরুণ। নিজের নাম কেন উঠে নি, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, 'আমি নির্বাচন কমিশনের কাছে যাব'। কেন আমার নাম উঠেনি সে বিষয়ে জানতে চাই।

এসময় সবাইকে ভোটের বিষয়ে উদ্বুদ্ধও করেন ২৯ বছর বয়সী এ অভিনেতা, ভোট সবার জন্যই গুরুত্বপূর্ণ বিষয়। সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ভুলবেন না।

এই বিভাগের আরও খবর