img

জন্মের পর থেকে নাম বিতর্কে সাইফপুত্র। নাম রেখেছেন তৈমুর আলি খান। নবাবি ঘরানায় এমন নাম সবার থেকে একটু আলাদাই। তাইতো নাম বিতর্ক থেকে মুক্তি পেতে চান সাইফও। 

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে সাইফ বলেছেন, ছেলের নাম বদল করতে চান তিনি। কিন্তু তাতে রাজি নন কারিনা।

কারণ ছেলেকে জনপ্রিয় দেখতে চান তিনি। স্কুলের আর পাঁচটা বাচ্চার থেকে তৈমুর যে আলাদা হবে তা তার নামেই বোঝা যাবে। ওই স্কুলে তৈমুর নামে আর কেউ থাকবে না। কারিনার যুক্তি শোনার পর আর এই নিয়ে বেশি কথা বলেননি সাইফ। তবে জানিয়েছেন, যদি তার মনে হয় এই নাম নিয়ে স্কুলে ছেলের কোনো সমস্যা হতে পারে, তাহলে অবশ্যই সেই নাম বদল করবেন তিনি।

এই বিভাগের আরও খবর