তাপ-উত্তাপহীন মেসি
লা লিগার ম্যাচে লিগানেসের বিরুদ্ধে জোড়া গোল করে লিওনেল মেসিই ছিলেন বার্সেলোনার জয়ের নায়ক। কিন্তু তাকে দেখে মনে হয়েছিল তাপ-উত্তাপহীন, নির্বিকার এক মানুষ।
সোমবার আর্জেন্টিনার রেডিওতে একটি ফুটবল সংক্রান্ত অনুষ্ঠানে এসে মেসির জাতীয় দলের কোচ এডগার্ডো বাউজা জানিয়েছেন, আসলে গত কয়েকদিনের লাগাতার সমালোচনা মেসিকে এতটাই খেপিয়ে তুলেছিল যে লিগানেসের বিরুদ্ধে জোড়া গোল করার পরও তাকে উৎসব করতে দেখা যায়নি!
বাউজা আরও জানালেন, ‘পিএসজি ম্যাচের পর সমালোচকরা যেভাবে সরব হয়েছিল, তারই প্রতিক্রিয়া স্বরুপ মেসিকে অত নির্বিকার দেখিয়েছে। লক্ষ্য করছিলাম গোলগুলো করার পর রীতিমতো গজরাচ্ছিল মেসি!’