img

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। একদিন বিরতির পর আজ থেকে কার্যক্রম আবার পুরোদমে শুরু হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. ফখরুল আমিন চৌধুরী জানান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় গতকাল শুল্ক স্টেশনের সব কার্যক্রম বন্ধ ছিল। ফলে আমদানি-রফতানিও বন্ধ ছিল। এদিন বন্দরের ভেতরে কোনো পণ্য ওঠানো, নামানো বা ডেলিভারি দেয়া হয়নি। আজ বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হচ্ছে।

এই বিভাগের আরও খবর