img

ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের ফল আমদানি বেড়েছে। অর্থবছরের প্রথম সাত মাসে এ বন্দর দিয়ে ২৬৬ কোটি টাকার ফল আমদানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি।

রাজস্ব কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, ভোমরা বন্দর দিয়ে চলতি অর্থবছরে বিভিন্ন ধরনের ফল আমদানি আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। আমদানিকৃত ফলের মধ্যে আপেল, কমলা, আঙুর, মালটা, চেরি, নাশপতি ও আনার উল্লেখযোগ্য।

ভোমরা স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বন্দর দিয়ে বিভিন্ন ধরনের ফল আমদানি হয়েছে ৬৪ হাজার ১৭৯ দশমিক ৭০৭ টন। এর মূল্য ২৬৬ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৫২৭ টাকা। এটি আগের অর্থবছর থেকে প্রায় ৩৪ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে ৫১ হাজার ৮৭৯ দশমিক ৩১৪ টন ফল আমদানি হয়েছিল, যার মূল্য ছিল ১৯৮ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ৬৮৫ টাকা। আমদানিকৃত ফল থেকে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মোট রাজস্ব এসেছে ২৩৮ কোটি ৯ লাখ ১ হাজার ১৫ টাকা। এ পরিমাণ আগের অর্থবছরের রাজস্ব আয়ের চেয়ে ৩১ দশমিক ৮৮ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরে ফল আমদানি থেকে মোট রাজস্ব এসেছিল ১৮০ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ১৫৬ টাকা।

এই বিভাগের আরও খবর