img

বিশিষ্ট ব্যাংকার মো. তারিকুল আজম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ তারিকুল আজম একই সঙ্গে ইউসিবির চিফ রিস্ক অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তারিকুল আজম ১৯৮০ সালে   সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং জীবনের সূচনা করেন। ২০০৬ সালে তিনি সিনিয়র ম্যানেজমেন্টের অংশ হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে যোগ দেন। ২০১২ সালে উপব্যবস্থাপনা পরিচালক পদে আসীন হন তিনি। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ও প্রধান কার্যালয়ে সুনাম ও দক্ষতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তারিকুল আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রাক্তন ছাত্র।  ৭৯ সালে আইবিএ থেকে এমবিএ (মেজর ইন ফিন্যান্স) সম্পন্ন করেন। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর