img

সবশেষ প্রিভিউ কমিটি ছবিটি দেখে স্থগিতাদেশ দেওয়ায় কৌতুহল আরও বেড়েছে। সবার একটাই প্রশ্ন, কী আছে এই ‘ডুব’ ছবিতে? 

ছবি বানানোর ঘোষণার পর থেকেই ‘ডুব’ বিদেশি গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে। বিদেশি মিডিয়ার আগ্রহ হয়তো এই কারণেই যে তাতে বলিউডের তারকা ইরফান খান রয়েছেন প্রধান ভূমিকায়।

দেশের মিডিয়াগুলোকে একটু এড়িয়ে যাওয়ার প্রবণতা শুরু থেকেই ছিলো। তাতে ‘ডুব’ নিয়ে বিদেশি মিডিয়ার ওপরই ভরসা করতে হয়েছে বার বার। খবরগুলো এসেছেও একাধিক বিদেশি সংবাদমাধ্যমের বরাতে। সবশেষ যে স্থগিতাদেশ, তার খবরও কিন্তু প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা ‘ভ্যারাইটি’। 

ঢাকায় জমকালো মহরত অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পান বাংলাদেশের সিনে মিডিয়ার সাংবাদিকরা। কিন্তু ‘ডুব’-এর শুটিংস্পটে যাওয়া তাদের ভাগ্যে জোটেনি।

সে অন্য কথা। এসব কাণ্ডেই সাংবাদিকদের মনেও কৌতুহল ছিলো ‘ডুব’ নিয়ে। কি হচ্ছে এই ছবিতে?

অবশেষে খবর এলো আনন্দবাজার পত্রিকায়। তাতে বলা হলো- প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘ডুব’। 

দেশীয় মিডিয়াগুলো সে খবরের বরাত দিয়েই খবরটি প্রচার করতে থাকে। 

আর সে খবরে তোলপাড় শুরু হলে তর্ক -বিতর্ক গতি পায়।

ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবার কথা বললেন দেশি মিডিয়াগুলোর সাথে। আর তাতে আনন্দবাজারে প্রকাশিত তথ্যের বিষয়টি অস্বীকার করলেন তিনি।

দেশে বেশকিছু মৌলিক ভিন্নমাত্রার ছবি বানিয়ে জনপ্রিয় এই নির্মাতার বক্তব্য- এটিও তার সম্পূর্ণ মৌলিক গল্পভিত্তিক চলচ্চিত্র, কোনো জীবনীগ্রন্থ থেকে নেওয়া হয়নি।

এদিকে ছবিটির এক শিল্পী গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ছবিটিতে হুমায়ুন আহমেদের জীবনের কিছু অংশ রয়েছে।

কিন্তু গুঞ্জন তো থেমে থাকে না। প্রিভিউ কমিটির সদস্যের বরাত দিয়ে চলচ্চিত্র পাড়ায় বলাবলি হচ্ছে যে, ‘ডুব’ ছবিতে ‘কৌশলী’ উপায়ে হুমায়ুন আহমেদের জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে। কারোরই বুঝতে অসুবিধা হবে না যে, চরিত্রগুলো দেশের একজন বড় লেখক ও তার পরিবারের, যে পরিবারের সদস্যরা পাঠকদের কাছে বেশ চেনা ও জনপ্রিয়। 
 

এই বিভাগের আরও খবর