img

মন্ত্রী বলেন, তারুণ্যকে ধ্বংস করছে মাদক, তারুণ্যকে বিপথগামী করছে জঙ্গিবাদ। আজ ইয়াবা নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এভাবে তারুণ্য তথা জেনারেশন ধ্বংস হতে থাকলে দেশের উন্নয়নে বড় শূন্যতা তৈরি হবে। দেশের সামগ্রিক সমৃদ্ধি বজায় রাখতে এই দুই শত্রুকে রুখতে হবে। এজন্য জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের উচিত পুলিশকে স্বতঃস্ফুর্ত ও আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করা।

পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমিয়ে আনতে দেশজুড়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সুন্দর সমাজ গড়তে পুলিশের সঙ্গে জনতার ব্রিজ নির্মাণে কাজ করবে। জনস্বার্থে, দেশের স্বার্থে পুলিশ ও জনগণের যে সেতু নির্মাণ হবে, তা বিশ্বাসের, আস্থার, ভালোবাসার ও ন্যায় বিচারের।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর