টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন
আজ ছিল টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে ছিল নির্বাচনের আয়োজন। সকাল থেকে বিকেল পর্যন্ত মহা আড়ম্বরের সঙ্গে সম্পন্ন হলো নির্বাচন। মোট ২১টি পদের মধ্যে ২০টি পদে নির্বাচন হয়েছে। ২০টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৯ জন। ৬৭৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬০৮ জন। তানিয়া আহমেদ অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।