কিবরিয়া হত্যার বিচার চাইলেন তারানা হালিম
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে এক প্রকাশনা অনুষ্ঠানে শাহ এএসএম কিবরিয়ার স্মৃতিচারণ করে তিনি এ বিচার চান।
শাহ এএসএম কিবরিয়ার স্ত্রী প্রয়াত আসমা কিবরিয়ার লেখা ‘শুধুই স্মৃতি নয়’ বইয়ের মোড়ক উন্মোচনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারানা হালিম।
২০০৪ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বদ্দিবাজারে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শাহ এএসএম কিবরিয়াকে গ্রেনেড মেরে হত্যা করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দেশে বাইরে থাকায় লিখিত বক্তব্য পাঠান। লিখিত বক্তব্যে তোফায়েল আহমেদ প্রয়াত শাহ এএসএম কিবরিয়া ও আসমা কিবরিয়ার স্মৃতিচারণ করেন এবং তাদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের কথা তুলে ধরেন।