img

গত সেপ্টেম্বরেই অধিনায়কত্ব যেতে বসেছিল আলির। যখন ইংল্যান্ডের কাছে ৪-১এ সিরিজ হেরেছিল পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান জানিয়ে দিয়েছেন আলির জায়গায় ইতিমধ্যেই সরফরাজ খানকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান বলেন, আলি আমাকে জানায় অধিনায়কত্বের জন্য তাঁর ব্যাটিং খারাপ হচ্ছে। ও সরে দাঁড়াতে চায়। যে কারণে সরফরাজকে একদিনের দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। এখন টি২০ দলের পাশাপাশি একদিনের দলের দায়িত্ব তাঁর কাঁধে।  আজহার আলি অস্ট্রেলিয়ায় তিন ম্যাচে মাত্র ৩৭ রান করতে পেড়েছেন। বাকি দুটো ম্যাচে চোট নিয়ে বাইরে ছিলেন।  

এই বিভাগের আরও খবর