শ্রমিকদের ভবিষ্য তহবিল করছে সরকার
স্টাফ রিপোর্টার : শ্রমিকরা মাসে ১০০ বা ২০০ টাকার ভবিষ্য তহবিল হিসাব পরিচালনা করলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সমপরিমাণ অর্থ দেওয়া হবে। আবার কোনো শ্রমিক মাসে ৩০০, ৪০০ ও ৫০০ টাকার ভবিষ্য তহবিল হিসাব পরিচালনা করলে ফাউন্ডেশনের তহবিল থেকে মাসে ২৫০ টাকা দেওয়া হবে। ভবিষ্য তহবিলের মেয়াদ হবে ন্যূনতম ৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত।
এমন বিধান রেখে অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের জন্য প্রথমবারের মতো প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্য তহবিল করছে সরকার। ইতিমধ্যে নীতিমালা চূড়ান্ত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে ভবিষ্য তহবিল বাস্তবায়নের কাজ শুরু হতে পারে।