আরও দুই রাজাকারের মৃত্যুদণ্ড ঘোষণা
নিজস্ব সংবাদদাতা : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও দুই রাজাকারের ফাঁসির নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এই দুজন হলেন কিশোরগঞ্জের সৈয়দ মহঃ হুসেন ও মহঃ মোসলেম প্রধান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ, বুধবার, দুপুরে এই মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মহঃ শাহীনুর ইসলাম ও বিচারপতি মহঃ সোহরাওয়ারদী। গত ৭ মার্চ এ দুজনের বিরুদ্ধে মামলাক শুনানি শেষ হয়। মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল। দুই আসামির মধ্য মহঃ মোসলেম প্রধান ধরা পড়েছেন। অন্য জন পলাতক।
আদালতে রাষ্ট্রপক্ষের ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান।