img

স্টাফ রিপোর্টার : "আড়ালে" দিশা ও ফিরোজ এর একটি অডিও এলব্যাম গানের কথা সোভন আর মিউজিক করেছে অনিম। গান গুলো ইতি মধ্যে মানুষের মনে সারা দিয়েছে। দিশা ছোট বেলা থেকে গান গায় কিন্তু এটা তার প্রথম এলব্যাম তার সথে কথা বলেতে গিয়ে বুঝলাম সে গান নিয়ে আনেক সপ্নো দেখে সে বাংলাদেশের মানুষ কে ভালো ভালো গান দিতে চায়।সে দেশ মাটি মানুষ কে নিয়ে গান করে বিশ্বের দরবারে যেতে চায়। ফিরোজ বলেন, আমি গান ভালোবাসি গান নিয়ে থাকতে চাই, ধন্যবাদ দিয় ইমদাত ভাই কে যিনি আমাদের মত নতুনদের এলব্যাম করার সুযোগ করে দিচ্ছে।

এই বিভাগের আরও খবর