img

বাংলাদেশ-ভারত সব চুক্তি জনগণ ও আঞ্চলিক কল্যাণে স্বাক্ষরিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিনের ভারত সফরের শেষ দিনে গতকাল হোটেল তাজমহলে ব্যবসায়ীদের আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

দুই দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দুই দেশের চার শতাধিক ব্যবসায়ী এতে অংশ নেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে এদিন প্রায় ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলারের বাণিজ্য চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। বিদ্যুৎ, জ্বালানি, পণ্য সরবরাহ, শিক্ষা ও চিকিত্সা খাতে দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

এই বিভাগের আরও খবর