img

মেহেরপুর গাংনীর বামন্দী নিউ সনো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপি সেন্টার স্বাস্থ্য বিভাগের কোনো সনদপত্র ছাড়াই চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় ডাক্তার ও প্রশিক্ষিত জনবল না থাকলেও প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে প্রকাশ্যে। এরপরেও স্বাস্থ্য বিভাগের নজরে নেই হাসপাতালটি। এখানে প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসা রোগীরা আর্থিক ক্ষতির পাশাপাশি চিকিৎসা প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, বামন্দী বাজারের সততা মার্কেটের দোতলায় ভাড়া ভবনে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। বাইরে সাইনবোর্ড নেই। ভেতরে ঢুকতে সিঁড়ির পাশের দেয়ালে বড় করে লেখা রয়েছে নাম। মঞ্জুরুল ইসলাম, কামাল হোসেন ও জিন্নাহ নামের তিন ব্যক্তি এই প্রতিষ্ঠানটির মালিক বলে জানালেন মঞ্জুরুল ইসলাম। প্রতিষ্ঠানটির সনদপত্র ও চিকিৎসকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা এখনো প্রতিষ্ঠানটি পরিদর্শন করেননি। সনদপত্র ছাড়া কিভাবে হাসপাতাল চলছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই এভাবে চালাচ্ছে। আমরাও তাই চালাচ্ছি। কোনো সমস্যাতো হচ্ছে না।

এই বিভাগের আরও খবর