img

ঠাকুরগাঁও:মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (০৭ এপ্রিল) রাতে ঠাকুরগাঁও পৌরসভার কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মত বিনিময় সভায় মির্জা ফখরুল বলেন- দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে।সরকার মানুষের অধিকার হরণ করে রেখেছে।তিনি বলেন মানুষের বাক স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই । অসংখ্য নেতাকর্মীকে রাজনৈতিক মামলায় ঝুলিয়ে সাজা দেয়া হচ্ছে।সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনীতে পরিণত করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. সৈয়দ আলম।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল হালিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর