img

মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

একই মামলায় চাঁদ আলী ও জাপান নামে দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ টি এম মুসা এ রায় দেন। 

২০০৮ সালের ২৪ অক্টোবর দিবাগত রাতে ডাকাতরা মোটরসাইকেল ছিনতাই করার সময় সদর উপজেলার গোপালপুর গ্রামের লোকমান হোসেন ও হালিমা খাতুন ডাকাতদের চিনে ফেলেন। এজন্য দুইজনকেই গলা কেটে হত্যা করে মরদেহ দু’টি গ্রামের একটি পুকুর পাড়ে ফেলে পালিয়ে যায় ডাকাতরা।

এই বিভাগের আরও খবর