সেলফির নেশা! পাঁচ তলা সমান সেতু থেকে নীচে পড়েও বেঁচে গেলেন মহিলা
সেলফির নেশায় বুঁদ হয়ে মাটি থেকে ৬০ ফুট উঁচুতে উঠে পোজ দিচ্ছিলেন তিনি। কখন যে সেতুর একেবারে কিনারায় চলে এসেছেন খেয়ালও করেননি। আর এতেই ঘটল বিপদ। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় পাঁচ তলা বাড়ি সমান উঁচু থেকে নীচে পড়ে গেলেন এক মহিলা। আবার বরাত জোরে বেঁচেও গেলেন!
ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। সম্প্রতি সেক্র্যামেন্টো মেট্রোপলিটান এলাকার বাসিন্দা ওই মহিলা ক্যালিফোর্নিয়ার অবর্ন এলাকার ফরেস্টহিল ব্রিজে বেড়াতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। ৭৩০ ফুট উঁচু এই ফরেস্টহিল সেতুটি আমেরিকার উচ্চতম সেতুগুলির মধ্যে অন্যতম। অন্য বন্ধুরা যখন ব্রিজের নীচে ঘুরে বেড়াচ্ছেন সেই সময় পল গনচরুক নামের এক বন্ধুর সঙ্গে ব্রিজের কিছুটা উপরে উঠে সেলফি তোলার চেষ্টা করছিলেন ওই মহিলা। পল পুলিশকে জানান, সেলফি তুলতে গিয়ে সেতুর বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছিলেন তাঁর বান্ধবী। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যান।