বাহুবলীর টিভি সিরিজ আনছেন রাজামৌলি
এপ্রিলের শেষ সপ্তাহেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। কিন্তু সিনেমার আগেও এ বার চমক আছে আরও একটা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এসএস রাজামৌলি জানান, ‘বাহুবলী ২’ বক্স অফিস কাঁপানোর আগেই ছোট পর্দায় আসছে একটি টিভি সিরিজ। ‘দ্য রাইজ অব সিভাগামি’ নামের ছোট এই টিভি সিরিজটি আসলে বাহুবলীর প্রিক্যুয়েল। অর্থাৎ বাহুবলী শুরুর আগের ঘটনা দেখানো হবে এই টিভি সিরিজে। মূলত বাহুবলীর মা সিভাগামির উত্থান নিয়েই তৈরি হয়েছে ‘দ্য রাইজ অব সিভাগামি’। তবে কবে থেকে এই শো-এর সম্প্রচার শুরু হবে সেই নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক।