img

চার দিনের সরকারি সফরে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ০২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০৯৭ ভিভিআইপি ফ্লাইটটি নয়াদিল্লির ভারতীয় বিমানবাহিনীর পালাম স্টেশনে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হ্যাভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজ বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি দিল্লির ঐতিহ্যবাহী রাষ্ট্রপতি ভবনে যাবেন। চারদিনের এই রাষ্ট্রীয় সফরকালে সেখানেই অবস্থান করবেন শেখ হাসিনা।

আজই ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সন্ধ্যার দিকে তিনি যাবেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে। এই সফরে প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কম-বেশি ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এছাড়া তৃতীয় দফায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে নতুন করে ৫০০ কোটি ডলার দেবে ভারত। এর মধ্যে ভারতের কাছ থেকে ৫০ কোটি ডলারের ঋণে সমরাস্ত্র কেনা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের দিল্লি সফরে প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর