img

বিয়ের খবরের পর থেকেই কানাকানি চলছিল বিপাসার মা হওয়ার খবর নিয়ে। অবশ্য এবার প্রকাশ্যে এসেছেন তিনি। এনেছেন ভক্তদের জন্য নতুন এক খবরও!

মা হতে যাচ্ছেন; এমনই এক আভাস দিয়েছেন এই তারকা। তবে খুব খোলসা করে কিছু বলেননি তিনি।

টাইমস অব ইন্ডিয়া বলছে, করণ সিং গ্রোভারের সঙ্গে গত এগ্রিলে বিয়ের পিঁড়িতে বসেন বিপাশা। এরপর থেকে অনেকটাই আলোচনার বাইরে ছিলেন তিনি।

তবে এবার নীরবতা ভেঙেছেন তিনি। হাসিমুখে ভক্তদের জন্য জানিয়েছেন এক খবর।

তিনি বলেছেন, করণ আর আমি উভয়েই সন্তান পছন্দ করি। 
একসাথে দুইজনই বেশ ভালো সময় কাটাচ্ছেন জানিয়ে বিপাশা বলেছেন, নিরাপদে একটি শিশুর জন্ম দেওয়ার ব্যাপারেও আমরা সতর্ক রয়েছি।

একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টিওআই বলছে, সত্যিকারার্থেই সন্তানের কথা ভাবছেন বিপাশা। এমনকী তিনি অন্তঃস্বত্ত্বাও হতে পারেন।

এই বিভাগের আরও খবর