img

তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ খেলতে বুধবার বিকেলে কলম্বো পৌঁছেছে বাংলাদেশ দল। আজ অনুশীলনে নেমেছিল মাশরাফির দল।

অনুশীলন শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাথুরুসিংহে।

তিনি বলেন, 'ঘরের মাটিতে শ্রীলঙ্কা দুর্দান্ত দল। সেরাটা খেলেই প্রথম ম্যাচে জিতেছি আমরা। তাই ভালো খেলেই শেষ ম্যাচ জিততে হবে আমাদের। দলের সবাই ভাল ফর্মে আছে। মাঠে সেরাটা দিতে পারলে,স্বপ্ন পূরণ করাটা কঠিন হবে না আমাদের জন্য।'


দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ আর সিরিজ হারছে না। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেও সিরিজ ড্র হবে । 

এই বিভাগের আরও খবর