img

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। এদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে ১১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে থাকা সাক্কুই ফের কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হলেন।

মোট ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রে বৃহস্পতিবার ভোট হয়, স্থগিত থাকে বাকি দুটি কেন্দ্রে। ভোট হওয়া ১০১টি কেন্দ্রের সবগুলোরই বেসরকারি ফল পাওয়া গেছে বলে রাতে মাইকে ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

তিনি জানান, ১০১টি কেন্দ্রের ভোট গণনায় বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নৌকা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর দুই প্রার্থী মধ্যে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৬৬ ভোট। আর জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী শিরিন আক্তার তারা প্রতীকে পেয়েছেন ২৮৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা সিটি নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে।

এই বিভাগের আরও খবর