আবারও পিছিয়ে গেল অভিজিৎ হত্যার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ আবার পিছিয়ে গেল। আগামী ২৬ এপ্রিল ওই রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার অর্থাত্ ২৭ মার্চ ওই রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু, মামলার তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কোনও রিপোর্ট দাখিল না করায় ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট গোলাম নবী ওই নির্দেশ দেন। আদালত পুলিশের এসআই মো. মোজাম্মেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই নিয়ে অভিজিৎ রায় হত্যা মামলার রিপোর্ট জমা দেওয়ার তারিখ ২৪ বার পিছল।
২০১৫-য় একুশে বইমেলা চলাকালীন ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে স্ত্রী বন্যা আহমেদকে নিয়ে বেরিয়ে ছিলেন অভিজিৎ রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে, সোহরাওয়ার্দীর গেইটের কাছে ফুটপাতে তাঁকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ওই হামলায় তাঁর স্ত্রী বন্যা আহমেদও গুরতর জখম হন। অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। লেখালেখির কারণে জঙ্গিদের হুমকির মুখেও সে বার বইমেলায় অংশ নিতে দেশে এসেছিলেন তিনি।
ওই হত্যাকাণ্ডের পরের দিন ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।