img

অবশেষে কি বন্ধ হয়ে যাচ্ছে ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’? ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর থেকে জানা যায়, সুনীল গ্রোভারের সঙ্গে কপিলের দ্বন্দ্বের জের ধরেই আনুষ্ঠানিকভাবে শো বন্ধের উদ্যোগ নিতে পারে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেল কর্তৃপক্ষ। হতাশা আর গ্লানি ভুলিয়ে মানুষকে নির্মল আনন্দ দেওয়ার জন্যই টিভির পর্দায় হাজির হন তাঁরা। তাঁদের কীর্তিকলাপে মুখে হাসি ফোটে দেশ-বিদেশের দর্শকদের। কিন্তু সেই হাসি-ঠাট্টার আড়ালে যে এত কলহ আর মনোমালিন্য লুকিয়ে ছিল, তা দর্শকদের অজানা ছিল। সুনীল গ্রোভার ও কপিল শর্মার মধ্যে ঝগড়ার কথা প্রকাশ্যে আসতেই শোয়ের ভিতরের ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে, যে বন্ধ হওয়ার মুখে কমেডিয়ান কপিলের জনপ্রিয় রিয়ালিটি শো।

মিড ডে জানিয়েছে, সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন অনুষ্ঠানটির চুক্তি নবায়ন করতে আগ্রহী ছিল। ১০৬ কোটি রুপিতে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক বিতর্কের জের ধরে এখন আর চ্যানেলটি চুক্তি নবায়ন করতে আগ্রহী নয়। চুক্তি নবায়ন না হলে বন্ধ হয়ে যেতে পারে অনুষ্ঠানটি সম্প্রচার।

এই বিভাগের আরও খবর