img

 "বেগম জান" ছবির প্রথম পোস্টার এবার নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী বিদ্যা বালন। টুইটারে ‘বেগমজানে’র প্রথম পোস্টার রিলিজ করে বিদ্যা বলেন, “আমি আসছি!” পতিতা পল্লির বেগম চরিত্রে নিজেকে সাজিয়ে নিয়েছেন বিদ্যা। তা সেই পোস্টার দেখে এখনই অনেকে বলতে শুরু করেছেন, চরিত্রের খাতিরে বিদ্যা যে নিজেকে কতটা বদলে ফেলতে পারেন তা এই ছবিতেই বোঝা যায় ।

এই বিভাগের আরও খবর