img

রাজধানীর রামপুরায় ডাকাতি করতে গিয়ে সাবেক কর কমিশনার আবু তাহেরকে হত্যার দায়ে ৫ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে আরো ৪ আসিামিকে। বুধবার (৮ মার্চ) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৫ আসামি হলেন- মো নাসির খান, আমির হোসেন, রাসেল তালুকদার ওরফে রাসেল, মো রুস্তম ও মো সোহেল রানা। এদের মধ‌্যে শুধু রুস্তম পলাতক।

একইসঙ্গে আসামি মাসুদ ও নূর আলমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। অনাদায়ে আরো ১ বছরের সাজা ভোগ করতে হবে তাদের। অপর ২ আসামি মোসা. সেলিনা ও মোসা. নূরজাহানকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

২০১৫ সালের ২ মার্চ রাতে রামপুরায় কর কমিশনার আবু তাহেরের বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের গয়না ও অর্থ লুট করে ডাকাতরা। যাওয়ার সময় তারা তাহেরের হাতের রগ কেটে দেয়। 

এই বিভাগের আরও খবর