খাদিজা হত্যাচেষ্টায় বদরুলের যাবজ্জীবন
সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলায় একমাত্র আসামি বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরো দুই মাস কারাদণ্ড ভোগ করতে হবে বদরুলকে।
বুধবার (৮ মার্চ) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিচারক নার্গিস হত্যাচেষ্টা মামলাটির রায় বাংলায় লিখে ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মিসবাহ উদ্দিন সিরাজ জানান, ৩০৭, ৩২৪, ৩২৬ ধারায় বাংলাদেশে এই প্রথম কোনো আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হল।
তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন বদরুলের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী।
গত বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী খাদিজা বেগম। বদরুলের চাপাতির কোপে মাথায় গুরুতর জখম হন খাদিজা। তাকে কোপানোর ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
ঘটনার পরদিন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে দণ্ডবিধির ৩০৭, ৩২৪ ও ৩২৬ ধারায় শাহপরান থানায় বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন। একইদিন বদরুলকে বহিষ্কার করে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।