আফগান সামরিক হামপাতালে হামলা: নিহত ৪
ফের কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। এবার হামলার শিকার দেশটির সবচে বড় সামরিক হাসপাতাল। চিকিৎসকের বেশে ঢুকে মুহূর্তেই হাসপাতালের পরিবেশ বদলে দিল জঙ্গিরা। গুলিতে কেড়ে নিল অন্তত ৪ জনের প্রাণ। আহত হয়েছেন ৬০ জনের বেশি। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দাওলাত ওয়াজিরি জানান, স্থানীয় সময় বুধবার (৮ মার্চ) সকালে কাবুলের ওয়াজির আকবর খান এলাকায় অবস্থিত ৪০০ শয্যাবিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালে হামলা চালায় জঙ্গিরা।
এ এলাকায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস অবস্থিত।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল কাওয়াসি জানান, হামলার পরে মোট ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ জন বেসামরিক নাগরিক ও ১ জন সন্দেভাজন জঙ্গি। আহত হয়েছেন ৩ জঙ্গিসহ অন্তত ৬০ জন।
নিরাপত্তার বিষয়ে আফগান সরকারকে সহায়তার ঘোষণা দিয়েছে ন্যাটো জোট। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তালেবানের পক্ষ থেকে এ হামলায় সম্পৃক্ততার বিষয় অস্বীকার করা হয়েছে।
সূত্র: এবিসি নিউজ ও রয়টার্স