img

সত্যিকার অর্থেই স্কুল পালানো ছাত্র ছিলেন মার্ক জাকারবার্গ। তবে স্কুল পালিয়ে একটা কাজের কাজ করেছিলেন। আজকের আধুনিক প্রজন্ম যে ফেসবুক ছাড়া একটি দিনও চিন্তা করতে পারে না, স্কুল পালানো দিনগুলোতে সেই ফেসবুক তৈরি করেছিলেন তিনি।

এই কাজটা করতে গিয়ে নিজের গ্রাজুয়েশনটা শেষ করতে পারেননি ফেসবুক প্রতিষ্ঠাতা। শেষ পর্যন্ত অবশ্য স্নাতক ডিগ্রিটা নিতে যাচ্ছেন তিনি। নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে এই তথ্যই জানিয়েছেন এই তরুণ বিলিয়নেয়ার।

চলতি বছরের মে মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকের সনদ নেবেন জাকারবার্গ। সেই সমাবর্তনে উদ্বোধনী বক্তব্যও রাখবেন তিনি।

২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ার সময় ফেসবুক তৈরির কাজ শুরু করেন এই প্রযুক্তি পাগল মানুষটি। সেই সময়েই পড়াশোনা ছেড়ে দেন তিনি। নইলে তো আর আজকে আমরা ফেসবুক ব্যবহার করতে পারতাম না!

ব্যস তখনই শেষ হয়ে যায় জাকারবার্গের শিক্ষাজীবন। এরপর সারাক্ষণ থাকতে হয়েছে ফেসবুকের সঙ্গে। আগামী মে মাসে সমাবর্তন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা রাখবেন ৩২ বছর বয়সী মার্ক জাকারবার্গ। সেখানেই তাকে দেয়া হবে গ্রাজুয়েশনের সম্মাননা। এমনকি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ বক্তা হতে যাচ্ছেন তিনি।

এই বিভাগের আরও খবর