শাহরুখের অভিনন্দন করণকে
সরোগেসির মাধ্যমে শনিবার যমজ সন্তানের বাবা হয়েছেন করণ জোহর। সদ্য বাবা আপাতত শুভেচ্ছার বন্যায় ভাসছেন। সোশ্যাল মিডিয়ায় কর্ণকে শুভেচ্ছা জানিয়েছে গোটা বলিউড। আর এই তালিকায় আছেন প্রিয় বন্ধু শাহরুখ খানও।
ঘনিষ্ঠ বন্ধু সদ্য বাবা হওয়া করণকে কীভাবে জানিয়েছেন অভিনন্দন।
রবিবার এক ঘরোয়া অনুষ্ঠানে শাহরুখের কাছে এই প্রশ্ন করা হয়। শাহরুখ বলেন, 'এটা খুবই ব্যক্তিগত মুহূর্ত। আমার জীবনেও এই মুহূর্ত এসেছে। ফলে আমি জানি, এটা কতটা ব্যক্তিগত। করণের গোপনীয়তাকে সম্মান জানানো উচিত আমাদের। অফকোর্স আমরা সকলেই খুশি। করণকে শুভেচ্ছা জানানোও হচ্ছে। কিন্তু যাবতীয় সেলিব্রেশন পরের জন্য তোলা থাক। এখনই এ সবের দরকার নেই।'
করণ জোহর বাবার নামেই ছেলের নাম রেখেছেন যশ। আর মা হিরু জোহরের নাম উল্টে দিয়ে মেয়ের নাম রুহি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া